Bangla Spoken English Lecture Sheet 19

Formula 150
ক্রিয়ার পরযেতে পারেকথার ইংরেজি may be বসে এবং verb-এর past participle হয়
আজ চাঁদ দেখা যেতে পারে। ---- The moon may be seen today.
লোকটিকে শাস্তি দেয়া যেতে পারে। ---- The man may be punished.

Formula 151
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যে may বসে
তুমি দীর্ঘজীবি হও। ---- May you live long.
জীবনে তোমার উন্নতি হোক। ---- May you prosper in life.

Formula 152
ক্রিয়ার পরথাকতে পারেকথার ইংরেজি করার জন্য may have বসে এবং verb-এর past participle হয়
সে তোমাকে দেখে থাকতে পারে। ---- He may have seen you.
সে কাজটি করে থাকতে পারে। ---- He may have done the work.

Formula 153
মূল বাক্যটিহ্যাঁ-বোধকহলে Tag ‘না-বোধকপ্রশ্ন হয়
এটা তোমার কলম, তাই না? ---- It is yourpen, isn't it?

সে তোমর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই না? ---- He was your close friend, wasn't he?

Formula 154
মূল বাক্যটিনা-বোধকহলে Tag ‘হ্যাঁ-বোধকপ্রশ্ন হয়
অন্ধরা দেখতে পায় না, পায় কি? ---- The blind can not see, can they?
সে তোমাকে ভালোবাসে না, বাসে কি? ---- She does not love you, does she?

Formula 155
কি’ (কী) প্রশ্নের উত্তর যদিহ্যাঁবানাদ্বারা দেয়া না যায় তাহলেকিপ্রশ্নের ইংরেজি What ব্যবহার করতে হবে
তুমি কী করছো? ---- What are you doing?
গ্রীন হাইজ বলতে কী বুঝ? ---- What do you understand by green house?

Formula 156
কীপ্রশ্নবোধক বাক্যে Subject না থাকলে What-কে Subject হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে Verb-এর Interrogative form ব্যবহার হবে না
কী হয়েছিল তোমার? ---- What happened to you?
কী তোমাকে বিরক্ত করে? ---- What disturbs you?

Formula 157
কে, কারা, কে-কে ইত্যাদি দিয়ে গঠিত বাক্যের ইংরেজি করার জন্য Who ব্যবহার করতে হয়। Who-এর পরে Verb-এর Interrogative form ব্যবহার করা হয় না
কে তোমাকে পড়ায়? ---- Who teaches you?
কারা আসছে? ---- Who are come?

Formula 158
ইংরেজিতে Which দ্বারা প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় Subject থাকলে verb-এর Interrogative form বসবে। আর Subject না থাকলে Interrogative form হবে না
কোন কলমটি ভাল লেখে? ---- Which pen writes well?
কোন বইট আজ কিনেছ? ---- Which book have you bought today?
তুমি কোন্ টুপিটা চাও? ---- Which cap do you want?


Formula 159
Why (কেন), How (কেমন, কিভাবে), When (কখন), Where (কোথায়), Whom (কাকে), Whose (কার) ইত্যাদি দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময় Verb-এর Interrogative form অবশ্যই ব্যবহার করতে হবে
তিনি কেন সেখানে গিয়েছিলেন? ---- Why did he go there?
তুমি কিভাবে তাকে চেন? ---- How do you know him?

Formula 160
ইংরেজি বাক্য গঠন করার সময় সাধারণত singular subject-এর সঙ্গে singular verb এবং plural subject-এর সঙ্গে plural verb বসে
সে এখানে উপস্থিত ছিল। ---- He was present here.
রুমা সুমা বাজারে যায়। ---- Ruma and Suma go to market.
তারা এখানে উপস্থিত ছিল। ---- They were present here.

Bangle Spoken English Lecture Sheet 20


No comments

Featured Post

S@ifur's SSC English Lecture Materials Class 10-22

S@ifur's SSC English Lecture Materials Class 01-03 S@ifur's SSC English Lecture Materials Class 04-06 S@ifur's SSC English Lectu...

Powered by Blogger.