Bangla Spoken English Lecture Sheet 18
Formula 138
ক্রিয়ার পর ‘উচিত ছিল’ কথার ইংরেজি should be এবং verb-এর past participle হবে।
আমার ঢাকা যাওয়া উচিত ছিল। ---- I should have gone to to Dhaka.
বইটি পড়া তোমার উচিত ছিল। ---- You should have read the book.
Formula 139
তাকে শাস্তি দেয়া উচিত ছিল। ---- He should have been punished.
লোকটিকে একটা টাকা দেওয়া উচিত ছিল। ---- The man should have been given a taka.
Formula 140
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও ‘থাকা উচিত ছিল’ বুঝালে তার ইংরেজি There should have been হবে।
এই স্কুলে পাঁচজন শিক্ষক থাকা উচিত ছিল। ---- There should have been five teachers in this school.
এই বনে কিছু হরিণ থাকা উচিত ছিল। ---- There should have been some deer in this forest.
Formula 141
একটি কাজের ভয়ে আরেকটি কাজ করা বুঝালে Lest.......should বসে।
ফেল করার ভয়ে সে বেশি পরিশ্রম করেছিল। ---- He worked hard lest he should fail.
Formula 142
কোন কাজের সম্ভাবনা বুঝালে ‘পারে’ কথার ইংরেজি may বসে।
সে আজ আসতে পারে। ---- He may come today.
তিনি আজ গল্পটি বলতে পারেন। ---- He may tell the story today.
Formula 143
কোন কাজের অনুমতি চাওয়া বুঝালে may প্রথমে বসে।
আমি কি বইটি পড়তে পারি? ---- May I read the book?
আমি তোমাকে সাহায্য করতে পারি? ---- May I help you?
Formula 144
কোন কাজের অনুমতি দেয়া বুঝালে may বসে।
তুমি এখন যেতে পার। ---- You may go now.
তুমি বইটি নিতে পার। ---- You may take the book.
Formula 145
কোন ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বুঝালে ‘হতে পারে’ কথার ইংরেজি may be হয়।
সে একজন ভাল গায়ক হতে পারে। ---- He may be a good singer.
কলমটি দামি হতে পারে। ---- The pen may be costly.
Formula 146
কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে এইরূপ সম্ভাবনা বুঝালে ‘হতে পারে’ কথার ইংরেজি There may be হবে।
পথে বিপদ হতে পারে। ---- There may be danger on the way.
আজ কোন ক্লাস নাও হতে পারে। ---- There may be no class today.
Formula 147
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও থাকতে পারে এরূপ সম্ভাবনা বুঝালে ‘থাকতে পারে’ কথার ইংরেজি There may be হবে।
টেবিলের ওপর একটি কলম থাকতে পারে। ---- There may be a pen on the table.
এই বনে নানা পাখি থাকতে পারে। ---- There may be different kinds of birds in this forest.
Formula 148
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কোথাও থাকার সম্ভাবনা বুঝালে বাক্যটি I think দিয়ে শুরু করতে হবে।
গরুটি মাঠে থাকতে পারে। ---- I think the cow is in the field.
কলমটি টেবিলে থাকতে পারে। ---- I think the pen is on the table.
Formula 149
কারো কিছু থাকতে পারে এইরূপ সম্ভাবনা বুঝালে ‘থাকতে পারে’ কথার ইংরেজি may have হবে।
লোকটির অনেক টাকা থাকতে পারে। ---- The man may have a lot of money.
ঢাকায় তার একটি বাড়ি থাকতে পারে। ---- He may have a house in Dhaka.
No comments