Bangla Spoken English Lecture Sheet 15

Formula 106
ক্রিয়ার শেষেতে হল/তে হয়েছিলযুক্ত থাকলে তার ইংরেজি had to বসে
আমাকে ঢাকা যেতে হয়েছিল। ---- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। ---- He had to resign his post.

Formula 107
কর্তা না থাকলেতে হয়েছিলযুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়
স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন ৎসর্গ করতে হয়েছিল। ----Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।---- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.

Formula 108

ক্রিয়ার পরেতে হবেযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে
আমাকে চট্টগ্রাম যেতে হবে। ---- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। ---- You will have to draw a picture.

Formula 109
Subject (কর্তা) না থাকলেতে হবেযুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়
কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। ---- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। ---- The house will have to be sold.

Formula 110
তে হবেযুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে
তাকে কাজটা করতেই হবে। ---- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। ---- I must have to keep my word.

Formula 111
Subject (কর্তা) না থাকলেতে হবেক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়
সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। ---- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। ---- The rule of law must have to be established.

Formula 112
ক্রিয়ার শেষেতে থাকবেযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়
আমরা দৌঁড়াতে থাকবো। ---- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। ---- Sabina will be waiting.

Formula 113

ক্রিয়ার শেষে থাকব’ (য়া থাকবো) ‘ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে
তোমরা গল্পটা শুনে থাকবে। ---- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। ---- You must have seen the man.

Formula 114
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গেতেথাকলে তার ইংরেজি to হবে
সে আমাকে দেখতে এসেছিল। ---- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। ---- Mother forbade me to tell a lie.

Formula 115
Preposition 'of'-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়
I am afraid of working.
He is fond of playing cricket.

Bangle Spoken English Lecture Sheet 16


No comments

Featured Post

S@ifur's SSC English Lecture Materials Class 10-22

S@ifur's SSC English Lecture Materials Class 01-03 S@ifur's SSC English Lecture Materials Class 04-06 S@ifur's SSC English Lectu...

Powered by Blogger.