Bangla Spoken English Lecture Sheet 09

Formula 49
বাংলা বাক্যের ক্রিয়ার পরকথা ছিলতার ইংরেজি করতে হলে supposed to অর্থা (supposed to + verb) বসে
আমার চট্টগ্রাম যাবার কথা ছিল। ---- I was supposed to go to Chittagong.
তাদের আজ খেলার কথা ছিল ---- They were supposed to play today.

Note: To-এর পর verb-এর present form হয়

Formula 50
বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থা (could + verb simple) বসে
তুমি দিনে আসতে পারতে। ---- You could come at day.
তুমি বইটি কিনতে পারতে। ---- You could buy the book.

Formula 51

Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়
If I were a bird!
Had I two wings!
Oh that, I could die!

Formula 52
কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং verb ing যোগ হয়
আমি তিন বছর যাবত এই স্কুলে পড়ছি। ---- I have been reading in this school for three years.
সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। ---- It has been raining heavily since morning.

Formula 53
যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থা ক্রিয়ার সঙ্গেইতেছিলবাইতেছিলামবাইতেছিলেনযুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য was/were হয় এবং verb-এর শেষে ing যোগ হয়
আমরা পাখি শিকার করছিলাম (করিতেছিলাম) ---- We were hunting bird.
সুমা স্কুলে যাচ্ছিল। ---- Suma was going to school.

Formula 54
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে -ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে
আমি একটি বই কিনেছি। ---- I have bought a book.
তোমার বাবা এটা করেছে। ---- Your father has done this.

Formula 55
অতীতকাল বুঝালে -ছিল (ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত  ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে
আমি তাকে রাতে দেখেছিলাম। ---- I saw him at night.
সে গত বছর বইটি কিনেছিল। ---- He bought the book last year.


Formula 56
বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে -ছে (ইয়াছে), -ছি (ইয়াছি) যুক্ত ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle বসে
সে কি কাজটি শেষ করেছে? ---- Has he completed the work?
তুমি কি অংকটি করেছ? ---- Have you done the sum?

Formula 57
অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় did বসে
তুমি কি গতকাল এসেছিলে? ---- Did you come yesterday?
সে কি গতমাসে কাজটি শেষ করেছিল? ---- Did he complete the work last month?

Bangla Spoken English Lecture Sheet 10


No comments

Featured Post

S@ifur's SSC English Lecture Materials Class 10-22

S@ifur's SSC English Lecture Materials Class 01-03 S@ifur's SSC English Lecture Materials Class 04-06 S@ifur's SSC English Lectu...

Powered by Blogger.