Bangla Spoken English Lecture Sheet 07

Formula 23
কারো কিছু আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে
আমার একটি কলম আছে। ---- I have a pen.
গরুর দুইটি শিং আছে। ---- The cow has two horns.
Formula 24
কারো কিছু আছে কি বুঝালেআছে কিকথার ইংরেজি দুইভাবে করা যায়
তার ছাতা আছে কি? ---- Has he an umbrella?/Does he have an umbrella?
তোমার কি একটি বই আছে? ----Have you a book?/Do you have a book?

Formula 25
কারো কিছু নাই বুঝালেনাইকথার ইংরেজি দুইভাবে করা যায়
আমার বই নাই। ---- I have no book./I don't have any book.
তার কোন অহংকার নেই। ---- She has no pride./She does not have any pride.

Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়

Formula 26
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে
সে বাড়িতে আছে। ---- He is in the house.
তারা বিপদে আছে। ---- They are in danger.

Formula 27
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালেআছে কিকথার ইংরেজি করতে বাক্যের Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়
সে বাড়িতে আছে কি? ---- Is he in the house?
তারা বিপদে আছে কি? ---- Are they in danger?


Formula 28
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালেআছেকথার ইংরেজি There is/There are হয়
মাঠে দুটি গরু আছে। ---- There are two cows in the field.
পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। ---- There is a museum in Panchagarh.
Formula 29
অনির্দিষ্ট কেহ বা কিছুআছে কিবুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।
এই গ্রামে কোন আইনজীবি আছে কি? ---- Is there any lawyer in this village?তোমার পকেটে তিনটি কমল আছে কি? ---- Are there three pens in your pocket?
Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালেনাইকথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। ---- There is no doctor in our village.
Formula 30
অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালেআছেক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।
আমি গত রোববার হতে এখানে আছি। ---- I have been here since Sunday last.স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। ---- Sneha has been in the school for two hours.
Formula 31
অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা প্রশ্ন করলেকি আছেক্রিয়ার ইংরেজি করতে হলে have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।
তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো? ---- Have you been in Dhaka for one month?সে কি দশটা হতে তোমার বাড়িতে আছে? ---- Has he been in your house since 10 a.m.?
Formula 32
অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালেনাইকথার ইংরেজি Have not bee/Has not been বসে।
সে তিন দিন যাবত ঘরে নাই। ---- He has not been in the house for three days.ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই। ---- The students have not been in the college since 5 p.m.
Formula 33
ইয়েবাযুক্ত ক্রিয়ার পরআছেকথা থাকলে ইংরেজি করার সময় Subject-এর পরে am/is/are বসে এবং verb-এর পরে ing যুক্ত হয়।
গাছের ডালে পাখি বসে আছে। ---- A bird is sitting on the branch of the tree.রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে। ---- The boy is standing on the road.
Formula 34
প্রশ্নবোধক বাক্যেইয়ে’, ‘ইয়াবাযুক্ত ক্রিয়ার পরআছেকথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।
সে কি ঘরে লুকিয়ে আছে? ---- Is he hiding in the room?তারা কি চেয়ারে বসে আছে? ---- Are they sitting on the chair?
Formula 35
ইয়েবাযুক্ত ক্রিয়ার পরেনাইকথা থাকলে তার ইংরেজি করার জন্য subject-এর পরে am not/is not/ are not বসে এবং verb-এর সাথে ing যুক্ত হয়।


ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই। ---- The rat is not hiding in the hole.ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই। ---- The boy is not standing in the yard.
Formula 36
'Is' এর অতীতরূপ হল 'Was' এবং 'Are' এর অতীতরূপ হল 'Were' আর Have Has এর অতীতরূপ হল Had. কারো কিছু ছিলো বুঝালেছিলোক্রিয়ার ইংরেজি Had বসে।
আমার একটি বই ছিলো। ---- I had a book.ইংরেজিতে তার ভাল জ্ঞান ছিলো। ---- He had good knowledge in English.
Formula 37
কারো কিছু ছিলো কি বুঝালেছিলো কিকথার ইংরেজি করতে বাক্যের মাঝখানের Had আগে আনতে হবে।
ঢাকায় তার কোন বাড়ি ছিলো কি? ---- Had he a/any house in Dhaka?মহিলাটির কোন অহংকার ছিলো কি? ---- Had the any pride?
Formula 38
কারো কিছু ছিলো না বুঝালেছিলো নাকথার ইংরেজি করতে Had not/Had no বসে।
তাদের একটিও সন্তান ছিলো না। ---- They had not a single child./ They had no child.তার কোন বন্ধু ছিলো না। ---- He had not a single friend./He had no friend.

No comments

Featured Post

S@ifur's SSC English Lecture Materials Class 10-22

S@ifur's SSC English Lecture Materials Class 01-03 S@ifur's SSC English Lecture Materials Class 04-06 S@ifur's SSC English Lectu...

Powered by Blogger.