Translation on Present Tense (Bangla to English Translation)
01. Present Indefinite Tenseবর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে Verb-এর Present Indefinite Tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যত্, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও Present Indefinite Tense হয়।
গঠন প্রণালি: Subject + মূল Verb + object.
01. আমরা বাংলাদেশে বাস করি — We live in Bangladesh.
০২. সূর্য পূর্ব দিকে উদিত হয় — The sun rises in the east.
০৩. পাখিরা আকাশে ওড়ে — Birds fly in the sky.
০৪. গোলাপের গন্ধ মিষ্টি — The rose smells sweet.
০৫. তোমরা ভাগ্যবান — You are lucky.
০৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় — The sun sets in the west.
০৭. পৃথিবী গোল — The earth is round.
০৮. বিড়াল ইঁদুর মারে — The cat kills mouse.
০৯. কামাল সত্য কথা বলে — Kamal speaks the truth.
১০. পদ্মা একটি বড় নদী — The Padma is a big river.
১১. বাঙালিরা সাহসী — The Bangalese are brave.
১২. মানুষ মরণশীল — Man is mortal.
১৩. ইংরেজরা চতুর — The English are clever.
১৪. সে ভালো ইংরেজি জানে — He knows English well.
১৫. চন্দ্র উজ্জ্বল — The moon is bright.
১৬. তিনি সম্মানী লোক — He is an honourable man.
১৭. মিতু বিদ্যালয়ে যায় — Mitu goes to school.
১৮. গরু উপকারী জন্তু — The cow is a useful animal.
১৯. রানা অঙ্কে দুর্বল — Rana is weak in math.
২০. চাকরটি বিশ্বাসী — The servant is faithful.
২১. ভাইকে ভালোবাস — Love your brother.
২২. মা-বাবাকে মান্য করো — Obey your parents.
২৩. লোকটি মিথ্যা কথা বলে — The man tells a lie.
২৪. তিনি একজন কৃষক — He is a farmer.
২৫. মৌমাছি ক্ষুদ্র পোকা — Bee is a small insect.
২৬. ভোর হয়েছে — It is morning.
২৭. সে (স্ত্রী) বুদ্ধিমতী — She is intelligent.
২৮. তোমরা খুব চালাক — You are very clever.
২৯. জুয়েল একজন সত্ বালক — Jewel is an honest boy.
৩০. তার দেরি হয়েছে — He is late.
৩১. রোববারে এসো — Come on Sunday.
৩২. কিছুক্ষণ অপেক্ষা করো — Wait for some time (a while).
৩৩. ইহার একটি লেজ আছে — It has a tail.
৩৪. অভির একটি শার্ট আছে — Avi has a shirt.
৩৫. পিঁপড়ার ছয়টি পা আছে — The ant has six legs.
৩৬. মার্কিনরা ধনী — The Americans are rich.
৩৭. বাঙালিরা কর্মঠ — The Bengalese are active.
৩৮. কাক কুিসত পাখি — The crow is an ugly bird.
৩৯. আমি রোজ স্কুলে যাই — I go to school everyday.
৪০. সে বোকা — He is foolish.
৪১. এগুলো সবুজ — These are green.
৪২. ইহা একটি একমুখো রাস্তা — It is a one way road.
৪৩. ঠিক ঠিক উত্তরা দাও — Answer to the point.
৪৪. ময়না সুন্দর পাখি — The Mayna is pretty/
৪৫. গরু নিরীহ প্রাণী — The cow is a humble animal.
৪৬. আমি ইত্তেফাক পড়ি — I read the Ittefaq.
৪৭. এখন সাড়ে চারটা — Now it is half past four.
৪৮. চাঁদ উঠেছে — The moon is up.
৪৯. দিন শেষ হয়েছে — The day is over.
৫০. আটটা বেজেছে — It is 8.00 o’clock.
৫১. সময় এসেছে — The time has come.
৫২. পরীক্ষা শেষ হয়েছে — The examination is over.
৫৩. এখন পাঁচটা বাজে — It is 5.00 o’clock now.
৫৪. এখন সাড়ে চারটা বাজে — It is half past four now.
৫৫. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে — The earth moves round the sun.
৫৬. হিমালয় ভারতের উত্তরে — The Himalayas are in the
north of India.৫৭. তাদের প্রচুর টাকা আছে — They have plenty of money.৫৮. আমি একটায় স্কুল থেকে আসি — I come from school at
1.00 p.m.৫৯. আমাকে একটি এক টাকার নোট দাও — Give me a one taka note.৬০. লোহা একটি প্রয়োজনীয় জিনিস — Iron is a useful thing.
৬১. আব্বা খবরের কাগজ পড়েন — Father reads the newspaper.
৬২. আমি কাউকে ভয় পাই না — I am not afraid of anybody.৬৩.
আমরা শিক্ষককে সম্মান করি — We respect our teacher.
৬৪. সততা সর্বোৎকৃষ্ট পন্থা — Honesty is the best policy.
৬৫. বাংলা একটি মধুর ভাষা — Bangla is a sweet language.
৬৬. জলি নিয়মিত পড়াশোনা করে — Jolly studies regularly.
৬৭. চাঁদ রাতে কিরণ দেয় — The moon shines at night.
৬৮. তিনি জাহাজটির অধিনায়ক — He is the captain of the ship.
৬৯. আমি সাড়ে আটটায় স্কুলে যাই — I go to school at 8.30 a.m.
৭০. আমি রিকশায় স্কুলে যাই — I go to school by rickshaw.
৭১. মেয়েটি সত্য কথা বলে — The girl speaks the truth.
৭২. যুবকটি মিথ্যা কথা বলে — The young man tells a lie.
৭৩.ঘড়ির দুটি কাঁটা আছে — The clock has two hands.
৭৪. ফুল দেখতে খুব সুন্দর — Flower looks very beautiful.
৭৫. গাধা ভারবাহী পশু — The ass is a beast of burden.
৭৬. বাঘ হিংস্র পশু — The tiger is an wild/ferocious animal.
৭৭. কাঠ একটি প্রয়োজনীয় বস্তু — Wood is a useful thing.
৭৮. তিনি দিনে ঘুমান না — He does not sleep by day.
৭৯. তুমি সৎ নও — You are not honest.
৮০. সে সত্য কথা বলে না — He does not speak the truth.
৮১. আমি আরবি জানি না — I do not know Arabic.
৮২. বাবা চা পান করেন না — Father does not drink tea.
৮৩. সে সাঁতার কাটে না — He does not swim.
৮৪. তোমরা ক্রিকেট খেলো না — You do not play cricket.
৮৫. আমার সময় নেই — I have no time.
৮৬. সে মিথ্যা কথা বলে না — He does not tell a lie.
৮৭. তোমার বস্ত্র নেই — You have no clothe.
৮৮. টেবিলটির পায়া নেই — The table has no legs.
৮৯. আমি সকালে বেড়াই না — I do not walk in the morning.
৯০. তোমাদের কোনো অভাব নেই — You have no want.
৯১. তার বাবার কাজ নেই — His father has no work.
৯২. বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না — No one can live without air.
৯৩. ওই ফুলগুলো লাল নয় — Those flowers are not red.
৯৪. বাবা বাসায় নেই — Father is not at home.
৯৫. তাদের চাচা নেই — They have no uncle.
৯৬. তারা সাঁতার কাটতে জানে না — They do not know how to swim.
৯৭. আর ঘুমিয়ো না — Do not sleep any more.
৯৮. এই ফুলগুলো তাজা নয় — These flowers are not fresh.
৯৯. আমরা ব্যস্ত নই — We are not busy.
১০০. সে স্কুলে যায় না — He does not go to school.
১০১. ঘোড়ার কি শিং আছে? — Has the horse horns?
১০২. তুমি কি তাকে চেন? — Do you know him?
১০৩. তুমি কি চা পান করো? — Do you drink tea?
১০৪. ড. মুহাম্মদ ইউনূস কে? — Who is Dr. Mohammad Younus?
১০৫. কয়টা বাজে — What is the time?
১০৬. তোমার কি একটি পাখি আছে? — Have you a bird?
১০৭. তোমরা কি শক্তিশালী? — Are you strong?
১০৮. গরুর কি শিং আছে? — Has the cow horn?
১০৯. তুমি কি তাকে সাহায্য করো? — Do you help him?
১১০. পাখি কি আকাশে ওড়ে — Do the birds fly in the sky?
১১১. তুমি কি তার নাম জানো? — Do you know his name?
১১২. সে কি ভাত খায়? — Does he eat rice?
১১৩. তুমি কি চোর? — Are you a thief?
১১৪. তাদের কি বাড়ি আছে? — Have they a house?
১১৫. সে কি ইংরেজি জানে? — Does he know English?
১১৬. তিনি কি একজন ডাক্তার? — Is he a doctor?
১১৭. করিম কি অলস নয়? — Is not Karim lazy?
১১৮. সে কি দিনে ঘুমায় না? — Does he not sleep by day?
১১৯. অনু কি তোমাকে সাহায্য করে না? — Does not Anu help you?
১২০. রাম কি চা পান করে না? — Does not Ram drink tea?
১২১. তুমি কি বোকা নও? — Are you not a foolish?
১২২. রানা কি মিথ্যাবাদী নয়? — Is Rana not a liar?
১২৩. আমটি কি মিষ্টি নয়? — Is the mango not sweet?
১২৪. লিলির কি পর্যাপ্ত টাকা আছে? — Has Lily enough money?
১২৫. রিতার কি জামা নেই? — Has Rita no frock?
১২৬. তোমার কি একজন বন্ধু আছে? — Have you a friend?
১২৭. তাহাদের কি কোনো শক্র নেই? — Have they no enemy?
১২৮. তোমার কি একটা ঘড়ি আছে? — Have you a watch?
১২৯. হাসানের কি ছাতা আছে? — Has Hasan an umbrella?
১৩০. মিতুর কি একটি পুতুল আছে — Does Mitu has a doll?
১৩১. মা-বাবাকে মান্য করো — Obey your parents.
১৩২. লোকটি মিথ্যা কথা বলে — The man tells a lie.
১৩৩. তিনি একজন কৃষক — He is a farmer.
১৩৪. মৌমাছি ক্ষুদ্র পোকা — Bee is a small insect.
১৩৫. ভোর হয়েছে — It is morning.
১৩৬. সে (স্ত্রী) বুদ্ধিমতী — She is intelligent.
Translation on Present Continuous Tenseবর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে Verb-এর Present Continuous Tense হয়।
গঠন প্রণালি: Subject + am/is/are + মূল Verb + ing + object.
১৩১. মা একটি গল্প বলছে — Mother is telling a story.
১৩২. কুকুরটি ঘেউ ঘেউ করছে— The dog is barking.
১৩৩. তুলি একটি গান করছে — Tuli is singing a song.
১৩৪. আমি একটি পাখি দেখিতেছি — I am seeing a bird.
১৩৫. রহিম মাছ ধরিতেছে — Rahim is catching fish.
১৩৬. আমি তোমার জন্য অপেক্ষা করছি — I am waiting for you.
১৩৭. তুমি একটি চিঠি লিখছ — You are writing a letter.
১৩৮. এখন বৃষ্টি হচ্ছে — Now it is raining
১৩৯. রোজি খাবার রান্না করছে — Rosy is cooking food.
১৪০. আমি তার সঙ্গে কথা বলছি — I am talking with him.
১৪১. মা পিঠা তৈরি করছে — Mother is making cake.
১৪২. জয় কাজ করছে — Joy is working.
১৪৩. হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে — The ducks are swimming in the pond.১৪৪. রুনা একটি গান গাইছে — Runa is singing a song.
১৪৫. আমি একটি চিঠি লিখছি — I am writing a letter.
১৪৬. তোমরা মাছ ধরছ — You are catching fish.
১৪৭. কিরন খেলা করছে — Kiran is playing.
১৪৮. সূর্য অস্ত যাচ্ছে — The sun is setting.
১৪৯.আমি চিঠি লিখছি — I am writing a letter.
১৫০. শিশুটি ঘুমাচ্ছে — The baby is sleeping.
১৫১. সে একটা বই পড়ছে — He is reading a book.
১৫২. মেয়েটি নাচছে — The girl is dancing.
১৫৩. বৃষ্টি পড়ছে/হচ্ছে — It is raining.
১৫৪. মা রান্না করছে — Mother is cooking.
১৫৫. সে সত্য কথা বলছে — He is speaking the truth.
১৫৬. আমরা সেখানে যাচ্ছি — We are going there.
১৫৭. পাখিরা কিচিরমিচির করছে — The birds are cheeping/chirping.
১৫৮. কৃষকেরা মাঠে যাচ্ছে — The farmers are going to the field.
১৫৯. কৃষক জমি চাষ করছে — The farmer is ploughing the lands.
১৬০. পাখিরা আকাশে উড়ছে — Birds are flying in the sky.
১৬১. তুমি ইংরেজি শিখছ —You are learning English.
১৬২. আমরা স্কুলে যাচ্ছি — We are going to school.
১৬৩. সে অঙ্ক করছে না — He is not doing sums.
১৬৪. এখন বৃষ্টি হচ্ছে না — Now it is not raining.
১৬৫. তারা ক্লাসে গোলমাল করছে না — They are not making noise in the class১৬৬. তুমি সত্য কথা বলছ না — You are not speaking the truth.
১৬৭. শাকিব মাছ ধরছে না — Sakib is not catching fish.
১৬৮. মারুফ বই পড়ছে না —Maruf is not reading the book.
১৬৯. তোমরা সেখানে যাচ্ছ না —You are not going there.
১৭০. তুলি গান করছে না —Tuli is not singing.
১৭১. তাহারা খেলছে না — They are not playing.
১৭২. তারা ক্লাসে অঙ্ক করছে —He are doing sums in the class.
১৭৩. মেয়েটি চা তৈরি করছে না —The girl is not making tea.
১৭৪. সে কি গোলমাল করছে? — Is he making a noise?
১৭৫. সে কি আজ এখানে আসিতেছে? —Is he coming here today?
১৭৬. তুমি কি অঙ্ক করিতেছ না?—Are you not doing sums?
১৭৭. রনি ও রুমি কি স্কুলে যাইতেছে? —Are Rony and Rumi going to school?
১৭৮. তুমি কি আমার সাথে যাচ্ছ? —Are you going with me?
১৭৯. শিশুটি ঘুমাচ্ছে না? — Is not the baby sleeping?
১৮০. বালিকাটি কি কাঁদছে না? —Is not the girl crying?
১৮১. তুমি কি কাজটি করিতেছ না? —Are you not doing the work?
১৮২. সূর্য কি উদিত হচ্ছে? — Is the sun rising?
১৮৩. আমরা কি ইংরেজি শিখছি? —Are we learning English?
১৮৪. চাষিরা কি জমি চাষ করছে না? —Are not the farmers ploughing lands?
১৮৫. হেলেন কি ছবি আঁকছে? —Is Helen drawing a picture?
১৮৬. তাহারা কি যাইতেছে? - Are they going?
Translation on on Present Perfect Tenseবর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো
বর্তমান আছে, এরূপ বোঝালে Veৎb-এর Pৎesent Perfect Tense হয়।
গঠন প্রণালি: Subject + have/has +মূল Verb-এর Past Participle + object.
১৮৭. আমি চিঠিটি লিখেছি —I have wৎitten the letter.
১৮৮. সে (স্ত্রী) একটি ছবি এঁকেছে—She has dৎawn a picture.
১৮৯. তাহারা ভাত খেয়েছে — They have eaten ৎice.
১৯০. সে স্কুলে গিয়েছে — He has gone to school.
১৯১. আমি একটি বই কিনেছি — I have bought a book.
১৯২. শামীম অঙ্কটি করেছে — Shamim has done the sum.
১৯৩. তুমি মিথ্যা বলেছ — You have told a lie.
১৯৪. তাহারা বাড়ি ফিরেছে — They have ৎetuৎned home.
১৯৫. আমরা তাকে সাহায্য করেছি — We have helped him.
১৯৬. মা খাবার রান্না করেছেন — Motheৎ has cooked food.
১৯৭. আমরা দেরি করেছি — We have made delay.
১৯৮. তুমি প্লেটটি ভেঙেছ — You have bৎoken the plate.
১৯৯. বাবা টাকা পাঠিয়েছে — Father has sent money.
২০০. তারা চা পান করেছে — They have dৎunk tea.
২০১. রুনা একটি গান গেয়েছে — Runa has sung a song.
২০২. তুমি ভুল করেছ — You have mistaken.
২০৩. মা খাবার রান্না করেছে — Mother has cooked food.
২০৪. বালিকাটি একটি ছবি এঁকেছে — The girl has dৎawn a picture.
২০৫. আমরা স্টেশনে পৌঁছেছি — We have reached at the station.
২০৬. সে ভাত খেয়েছে — He has eaten rice.
২০৭. আমি কাজটি করেছি — I have done the work.
২০৮. আমরা অঙ্কটা করিনি — We have not done the sum.
২০৯. তোমরা গোলমাল করনি — You have not made a noise.
২১০. শিশুটি এখনো ঘুমায়নি — The baby has not yet slept.
২১১. আমি এখনো চিঠিটা লিখিনি — I have not yet wৎitten the letteৎ.
২১২. আব্বা টাকা পাঠায়নি — Fatheৎ has not sent money.
২১৩. মতিন এখনো পৌঁছায়নি — Matin has not yet ৎeached.
২১৪. তুমি এখনো পড়া শেখনি — You have not yet leaৎnt youৎ lesson.
২১৫. আমি এখনো যাইনি — I have not yet gone.
২১৬. সে এখনো খায়নি — He has not yet eaten.
২১৭. শীত এখনো শুরু হয়নি — Winter has not yet set in.
২১৮. পিয়া এখনো আসেনি — Piya has not yet come.
২১৯. সে এখনো ঘুমায়নি — He has not yet slept.
২২০. রানী এখনো বইটি কিনেনি —Rani has not yet bought the book.
২২১. আপনারা ব্যাপারটা বোঝেননি? —Have you not understood the matter?
২২২. তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? —Has your father sent money?
২২৩. তিনি কি আমাকে ডেকেছেন? — Has he called me?
২২৪. তুমি কি খবরটি শুনেছ? — Have you heard the news?
২২৫. সে কি রচনাটি লেখেনি? — Has he not written the easy?
২২৬. তুমি কি সাপটি মার নাই?—Have you not killed the snake?
২২৭. তুমি কি তাকে দেখ নাই? — Have you not seen him?
২২৮. রহিম কি গাভিটি এখনো বিক্রি করেন নাই? —Has Rahim not yet sold the cow?
২২৯. আমরা কি দেরি করেছি? — Have we made delay?
২৩০. তোমরা কি আমাকে দেখেছ? — Have you seen me?
২৩১. আমি কি কাজটা করেছি? — Have I done the work?
২৩২. তুমি কি রহিমকে দেখেছ? — Have you seen Rahim?
২৩৩. তুমি কি খবরটি শোননি?—Have you not heard the news?
২৩৪. বিড়ালটি কি একটা ইঁদুর ধরেছে? —Has the cat caught a rat?
২৩৫. তিনি কি চিঠিখানা পড়েছেন? — Has he read the letter?
২৩৬. তাহারা কি চা পান করেছে? — Have they drunk tea?
২৩৭. তিনি কি আমাকে ডেকেছেন — Has he called me?
২৩৮. আমরা কি অঙ্কটা করিনি? — Have we not done the sum?
২৩৯. রুনা কি একটা গান গেয়েছে? — Has Runa sung a song?
২৪০. তোমরা কি গোলমাল করনি? — Have you not made a noise?
২৪১. পুলিশ কি চোরটা ধরেছে?—Have the police caught the thief?
২৪২. তোমরা কি ডাক্তার ডেকেছ?—Have you called the doctor?
২৪৩. তারা কি পরীক্ষায় পাস করেছে? —
Have they passed in the exam?
Translation
4. Present Perfect Continuous Tenseবর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে
এখনো হচ্ছে বা চলছে এরূপবোঝালে Verb-এর Present Perfect Continuous Tense হয়।
গঠন প্রণালি : Subject + have been/has been
+ মূল Verb + ing + object.
২৪৪. আমি পাঁচ ঘণ্টা ধরে পড়ছি — I have been reading for five hours.
২৪৫. সকাল থেকে বৃষ্টি হচ্ছে — It has been raining since morning.
২৪৬. তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for three hours.
২৪৭. সে সাত দিন ধরে জ্বরে ভুগছে — He has been suffering from fever for seven days.
২৪৮. সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না — He has not been going to school since Saturday.
২৪৯. সে পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—He has been reading in this school for five years.
২৫০. সে কি শনিবার থেকে স্কুলে যাচ্ছে না?—Has he not been going to school since Saturday?
২৫১. সে কি তিন বছর ধরে এখানে চাকরি করছে? — Has he been serving here for three years?
২৫২. আমরা কি চার বছর ধরে এখানে বাস করছি? — Have we been living here for four years?
২৫৩. তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for three days.
২৫৪. আমি তিন বছর ধরে এখানে বাস করছি — I have been living here for three years.
২৫৫. প্রায় দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে — It has been raining for about two hours.
২৫৬. মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে—Masud has been suffering from fever since Friday last.
২৫৭. নাসিমা গত জুন মাস থেকে এই বিদ্যালয়ে পড়ছে—Nasima has been reading in this school since last June.
২৫৮. তুমি পাঁচ ঘণ্টা ধরে সাঁতার কাটছ—You have been swimming for five hours.
২৫৯. রহিম পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—Rahim has been reading in this school for five years.
২৬০. সে কি চার বছর ধরে এখানে চাকরি করছে?- Has he been serving here for four years?
২৬১. আমি দুই ঘণ্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি— I have been waiting for you for two hours.২৬২. বালকগুলো এক ঘণ্টা ধরে খেলছে — The boys have been playing for an hour.
No comments