Bangla Spoken English Lecture Sheet 08
Formula 39
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছিল বুঝালে ‘ছিল’ কথার ইংরেজি was/were বসে।
আমি সেখানে উপস্থিত ছিলাম। ---- I was present
there.
কাজটি তোমর জন্য কঠিন ছিল। ---- The work was tough for you.
Formula 40
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ was/were প্রথমে বসে।
তুমি কি অসুস্থ ছিলে? ---- Were you
ill?
করিম কি স্কুলে ছিল? ---- Was Karim in
the school?
Formula 41
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি was not/were not বসে।
গরুগুলো মাঠে ছিল না। ---- The cows were
not in the field.
সে নিয়মানুবর্তী ছিল না। ---- He was not
punctual.
Formula 42
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল’ বুঝালে তার ইংরেজি There was/There were বসে।
এই গ্রামে দু’জন অন্ধ ছিল। ---- There were
two blind men in this village.
বনে একটি বাঘ ছিল। ---- There was a
tiger in the forest.
Formula 43
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল কি’ বুঝালে তার ইংরেজি করার জন্য বাক্যের মধ্যস্থ was/were আগে বসে।
এখানে কি একটি দোকান ছিলো? ---- Was there a shop here?
এই পুকুরে মাছ ছিলো কি? ---- Was there any fish in this pond?
Formula 44
কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘ছিল না’ বুঝালে তার ইংরেজি There was
not/There were not বসে।
এই শহরে ভিক্ষুক ছিল না। ---- There was no beggar in this town.
স্কুলে একজন শিক্ষকও ছিল না। ---- There was not a single teacher in the school.
Formula 45
‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল’ বা ‘ছিলাম’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য was/were-সহ verb-এর সঙ্গে ing যোগ হয়।
আমি সেখানে গিয়েছিলাম। ----- I was going there.
মহিলাটি তার ব্যাগ খোঁজ করতেছিল। ---- The woman was looking for her bag.
Formula 46
‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল কি’ থাকলে তার ইংরেজি করার জন্য বাক্য মধ্যস্থ was/were আগে বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।
তার কি জঙ্গলে (লুকিয়ে) ছিল? ---- Were they hiding in the jungle?
সে কি রাস্তায় দাঁড়িয়ে ছিল? ---- Was he standing in the road?
Formula 47
‘ইয়ে’ (ইয়া) বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘ছিল না’ থাকলে তার ইংরেজি was not/were not বসে।
তারা ঘরে শুয়ে ছিল না। ---- They were not lying in the house.
আমি মাঠে খেলা করছিলাম না। ---- I was not playing in the field.
Formula 48
অতীতে কেহ কোথাও কিছু সময় ছিল বুঝালে তার ইংরেজি had been বসে।
সে আমেরিকায় দুই মাস ছিল। ---- He had been in America for two months.
আমি মাত্র তিন ঘণ্টা অফিসে ছিলাম। ---- I had been in
the office for three hours only.
No comments