Bangla Spoken English Lecture Sheet 21
Formula 173
Phrase, Clause, Gerund,
Infinitive ইত্যাদি
Subject হিসেবে
ব্যবহার
করতে
হলে
Singular verb ব্যবহার
করতে
হয়।
The sum and substance of
the story is this.
Walking is a good exercise.
Formula 174
ইংরেজি ভাষায় past
participle-এর
সঙ্গে
preposition-এ
noun যুক্ত
করে
phrase গঠন
করা
হয়ে
থাকে। এ ধরনের phrase-কে past participle
phrase বলে।
Made in Japan
Written by Nazrul.
Formula 175
ব্যক্তির সঙ্গে ‘ই’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য It is .........
who ব্যবহার
করতে
হয়।
আমিই প্রথম তোমাকে দেখেছি। ---- It is I
who have seen you first.
তুমিই এ কাজটি করেছো। ---- It is you
who have done this work.
Formula 176
বস্তু, প্রাণী বা স্থানের সঙ্গে ‘ই’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য It is .........
which বসে।
কক্সবাজারই বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত। ---- It is
Cox's Bazar which is the only sea-beach of Bangladesh.
অধিক জনসংখ্যােই আমাদের জাতীয় সমস্যা। ----It is over
population which is our main national problem.
Formula 177
এই কথার পরে ‘ই’ যু্ক্ত noun-এর ইংরেজি করার জন্য This is/are the
....... who/which বসে।
এই বাড়িটিই আমি কিনতে চাই। ---- This is the house which I
want to buy.
এই বালকগুলোই মাঠে খেলেছিল। ---- These are
the boys who were playing in the field.
Formula 178
‘যেখানে.........সেখানে’ দ্বারা গঠিত বাক্যের ইংরেজি করার সময় ‘যেখানে’ কথার ইংরেজি The place where
বসবে
এবং
‘সেখানে’
কথা
উহ্য
রাখতে
হবে।
তবে
বাক্যের
দ্বিতীয়
অংশ
প্রথমে
লিখতে
হবে।
তুমি যেখানে যাবে আমি সেখানে যাব না। ---- I shall
not got the place where you will go.
যেখানে শান্তি সেখানে সবাই যেতে চায়। ---- Everybody
wants to go to the place where there is peace.
Formula 179
‘যে’ যুক্ত স্থানের শেষে ‘এ/তে’ যুক্ত থাকলে ‘যে’ কথার ইংরেজি where ব্যবহার করতে হবে।
সে যে বাড়িতে বাস করে সেটি নোংরা। ---- The house
where he lives is very nasty.
তুমি যে দেশে যাবে আমি সে দেশে যাব না। ---- I shall
not go to the country where you will go.
Formula 180
‘যেখানে’ কথা দ্বারা দু’টি বাক্য যুক্ত হলে তার ইংরেজি করার সময় where ব্যবহার করতে হয়।
বাংলাদেশে এমন কোন গ্রাম নেই, যেখানে কোন স্কুল নেই। ---- In
Bangladesh there is no village where there is no school.
আমি গ্রামে গিয়েছিলাম, যেখানে আমার পিতাকে দেখেছিলাম। ---- I went to
village where I saw my father.
Formula 181
স্থানের নামের শেষে ‘এই/তেই’ যুক্ত থাকলে তার ইংরেজি করার সময় It is ........
where ব্যবহার
করতে
হয়।
সে বাংলাদেশেই থাকবে। ---- It is
Bangladesh where
he will live.
এই ঢাকাতেই তিনটি বিশ্ববিদ্যালয়। ---- It is
Dhaka where there are three universities.
Formula 182
এই কথার পর ‘এই/তেই’ যুক্ত স্থানের নাম থাকলে তার ইংরেজি This is the
...... where হবে।
এই দেশেই আমি জন্মেছি। ---- This is
the country where I
was born.
এই শহরেই পাঁচটি কলেজ আছে। ---- This is
the city where there are five colleges.
Formula 183
সময়ের নামের সাথে ‘এই’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য It is .........
when ব্যবহার
করতে
হবে।
সে এই রাতেই আসবে। ---- It is the
night when he will come.
Formula 184
এই কথার পরে ‘ই’ যুক্ত Noun ইংরেজি করার জন্য This is/are the
.............. who/which বসে।
এই বাড়িটিই আমি কিনতে চাই। ---- This is the
house which I want to buy.
এই বালকগুলোই মাঠে খেলছিল। ---- These are
the boys who are playing in the field.
No comments